বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সমবায় ভোটে জয়জয়কার তৃণমূলের। রবিবার তমলুক ব্লকের শ্রীরামপুর নিত্যানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনু্ঠিত হয় ।সেখানে মূলত বারোটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেস বিজেপি ও সিপিএম ।
মোট তিনটি প্যানেল পৃথক পৃথক তৈরি হয়। নির্বাচনের ফল বেরোনোর সময় দেখা যায় যে তৃণমূল কংগ্রেস পায় ৯টি আসন এবং বিজেপি প্রায় ৩টি আসনে জয়লাভ করেছে।এটি তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল ।আর সেখানেই রবিবার নির্বাচন হয়।
শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত মূলত বিজেপির দখলে আর বিজেপির গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা শ্রীরামপুর নিত্যানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায় ভোট পুনরায় তৃণমূল জয় লাভ করে। তৃণমূল নেতা চিত্তরঞ্জন ভৌমিক এই জয় মা মাটি মানুষ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলে দাবি করেন। এই জয়ের পর সবুজ আবির নিয়ে। উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা।