এবার নদীর বুকেই ‘দুয়ারে সরকার’ শিকারের আয়োজন করল রাজ্য। লঞ্চে স্থানীয়দের হাতে সরকারি প্রকল্পের নথি তুলে দিলেন জেলাশাসক। সোমবার সুন্দরবনে রায়মঙ্গল, গৌড়েশ্বর ও ডাঁসা নদীর মোহনায় ভাসমান জেটিতে বাউল শিল্পীদের গানের মধ্য দিয়ে শুরু হল ‘দুয়ারে সরকার’। প্রকল্পের কাগজপত্র খতিয়ে দেখলেন স্বয়ং উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী। সেখানে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক আশিসকুমার, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায়-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালি ও দুলদুলির মাঝে ভেসেল ঘাট থেকে দুয়ারে সরকার শিবির শুরু হয়।
এদিন সুন্দরবনের প্রান্তিক মানুষরা সরাসরি জেলাশাসক তথা বিডিও-সহ সরকারি প্রতিনিধদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা জানান। উপভোক্তাদের কথা শুনে বিভিন্ন প্রকল্পের নথিপত্র স্বয়ং জেলাশাসক তুলে দিলেন প্রান্তিক মানুষের হাতে। তাঁর হাত থেকে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে রীতিমতো খুশি গ্রামের মানুষ। এছাড়াও এদিন প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার শিবিরে উপস্থিত হয়েছিলেন মৎস্যজীবী ও শ্রমিকরা।