আরও একবার প্রবল লজ্জার মুখে পড়ল বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে বেআব্রু হয়ে পড়েছে ‘ডবল ইঞ্জিন’ যোগীরাজ্যের নানান দুর্নীতি। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে যে, সারা দেশে ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য ভুয়ো জবকার্ড সব থেকে বেশি বাতিল হয়েছে উত্তরপ্রদেশে। আর এবার সামনে এল ভুয়ো রেশন কার্ডের সংখ্যা। সেখানেও দেখা যাচ্ছে, ভারতের মধ্যে সব থেকে বেশি ভুয়ো রেশন কার্ড মিলেছে যোগীরাজ্যেই। সম্প্রতি মহাসমারোহে আরও ৫ বছর বিনামূল্যে রেশনের কথা জানিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তা কতটা সঠিক গ্রাহকের হাতে যাচ্ছে, কতটা বেহাত হচ্ছে তা নিয়ে চমকে যাওয়ার মতো খবর এসেছে তাঁরই সরকারের খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের রিপোর্টে। আর সেখানেই মুখ পুড়েছে যোগী রাজ্যের। মুখ পুড়েছে খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাত ও আরও এক ডবল ইঞ্জিনের রাজ্য মধ্যপ্রদেশেরও। এখন তার জেরে এই সব রাজ্যকেই কেন্দ্রের তরফে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত ভুয়ো রেশন কার্ড বাতিল করার জন্য।
প্রসঙ্গত, মোদী সরকার ৮১ কোটি ৩৫ লক্ষ লোককে ‘বিনামূল্যে রেশন দিচ্ছি’ বলে প্রচার করলেও খোদ মন্ত্রকের তথ্যের সঙ্গে তার ফারাক হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা সংক্রান্ত সরকারি পোর্টাল বলছে, গোটা দেশে রেশন কার্ড রয়েছে ১৯.৫ কোটি। আর রেশন পান ৭৭ কোটি ১৫ হাজার ৯৩৪ জন। বাকি রেশন কোথায় যাচ্ছে, কে পাচ্ছে, তা নিয়েই উঠছে বিভিন্ন প্রশ্ন। বিগত ২০১৩ সালে তৈরি জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী গোটা দেশে গরিবদের চাল, গম, দানাশস্য দেওয়া হয়। ইউপিএ আমলে প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের আমলের এই আইন মোতাবেকই গরিবরা রেশন পান। কিন্তু সেই রেশনের একটা বড় অংশ বেহাত হয়ে যাচ্ছে বলেই মন্ত্রক সূত্রে খবর। বিভিন্ন রাজ্য থেকে মন্ত্রক যে রিপোর্ট পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, গোটা দেশে গত ২ বছরে ৫১ লক্ষ ১৭ হাজার ৫৬৮টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। তালিকায় শীর্ষে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। এখানে গত ২ বছর ধরে ১৫ লক্ষ ৯৫ হাজার ৮৯৯টি ভুয়ো কার্ডেই রেশন তোলা হচ্ছিল। একইভাবে আর এক ডাবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে ১০ লক্ষ ৯২ হাজার ৬৮টি ভুয়ো কার্ড ধরা পড়েছে। গুজরাতে ৩ লক্ষ ৭১ হাজার ২১৪ টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজনৈতিক মহল। নিন্দায় সরব হয়েছে বিরোধীরা।