সারা বাংলাজুড়ে ফের শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ৩৬টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে পাইয়ে দিতে আরম্ভ হয়েছে এই প্রকল্পের অষ্টম পর্যায়। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে তিনদিনেই আবেদন জমা পড়ল প্রায় ৭৮ হাজার। যার মধ্যে কেবল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতেই আবেদন জমা পড়েছে ৪৮ হাজার ৯০৪, বার্ধক্যভাতার জন্য ৭,৩৮৯, লক্ষ্মীরভাণ্ডারে ৫,৭৭১ ও খাদ্যসাথী প্রকল্পে ২,৯৮৭ জন। এছাড়াও স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু ও পরিযায়ী শ্রমিক প্রকল্পেও আবেদন উল্লেখযোগ্য। আবেদনের নিরিখে সবথেকে এগিয়ে ব্লক ভাতার। তারপর যথাক্রমে কালনা ১, কাটোয়া ২, রায়না ১, রায়না ২ ও কেতুগ্রাম ১।
এদিন জেলাপরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, জেলায় প্রায় ৬২০০ শিবির হবে। মানুষকে সচেতন করতে বিভিন্ন গ্রাম ও শিবির পরিদর্শনে যান মন্ত্রী স্বপন দেবনাথ। শুধু পরিদর্শনই নয় কালনা মহকুমার নাদনঘাটের অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ে নিজেই বেশ কিছু আবেদনকারীর ফর্ম পূরণ করে দেন। আদিবাসী-অধ্যুষিত এলাকায় সচেতনতা বাড়াতে একাধিক গ্রামে ঘোরেন জেলাশাসক পুর্ণেন্দুকুমার মাজি। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। জানান, গ্রামবাসীরা অনেকেই দিনমজুরি করেন, তাই নির্দিষ্ট সময়ে ক্যাম্পে হাজির হতে পারছেন না। তাই তিনি নির্দেশ দেন, এই সব এলাকায় আলাদাভাবে তাঁদের সময় অনুযায়ী শিবির করা হচ্ছে। এই ধরনের ৫০০টি শিবির অনুষ্ঠিত হবে সারা জেলায়।