এবার একরাতে প্রাক্তন পুলিশ কর্মী সহ দুই পুলিশের বাড়িতে পর পর চুরি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ৯ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির মন্দিরে চুরি হয়। প্রতিমার গা থেকে ১০ থেকে ১৫ ভরি সোনার গয়না এবং একটি হীরের টিপ হাতিয়ে নিয়ে চম্পট দেয় চোর। এর পর আর এক পুলিশ অফিসারের বাড়িতে চুরির পর প্রয়োজনীয় নথিপত্র পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা।
সূত্রের খবর, মিঠুন সর নামে এক পুলিশ অফিসার বাড়িতে না থাকায় বাড়ির গেট ভেঙে বাড়িতে ঢুকে চুরি করে এবং বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন জিনিস আগুনে পুড়িয়ে দেয়। পাশাপাশি অরিজিৎ সিং নামে এক প্রাক্তন পুলিশের বাড়ির মন্দিরের জানলা ভেঙে চুরি করে। আনুমানিক ১০ থেকে ১৫ ভরি সোনার গয়না এবং একটি হীরের টিপ নিয়ে পালায় চোর। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। পেশাদারী দুষ্কৃতীরা এই পরপর চুরির ঘটনা ঘটাচ্ছে বলে মনে করছে তারা।