কিছুদিনের মধ্যেই ভার্য তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে। ২০৪৭, অর্থাৎ স্বাধীনতার ১০০ বছর হওয়ার আগেই দেশ উন্নত তকমা পাবে। হামেশাই এমন দাবি করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির তাবড় নেতারা। এবার নাম না করে এ নিয়ে তীব্র কটাক্ষ করলেন রঘুরাম রাজন। নীতি নির্ধারকদের দাবি যে কার্যত হাস্যকর, তাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
রবিবার ইন্ডিয়ান স্কুল অব বিজনেসে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে আরবিআই-এর প্রাক্তন গর্ভনর বলেন, উন্নত দেশ হতে হলে অপুষ্টির মতো সমস্যাগুলি নিয়ে ভারতের আরও ভাবা উচিত। তাঁর কথায়, ‘২০৪৭ সালের শেষে আমরা উন্নত ও ধনী দেশ হতে চাই। আমি এটাকে প্রায়ই উদাহরণ করে ব্যবহার করি। কিন্তু তুমি নিশ্চিতভাবে এটা নিয়ে হাসাহাসি করবে। কারণ দেশে অপুষ্টির হার ৩৫ শতাংশ। এই বিপুল অপুষ্টি নিয়ে ২০৪৭ সালে ভারত ধনী দেশ হবে শুনলে তা জোকস মনে হবে।’
পাশাপাশি তিনি বলেন, বর্তমানে যারা অপুষ্টিতে ভুগছে, ১০ বছর পর তাঁরা কর্মজীবনে প্রবেশ করবে। পাশাপাশিই বিপুল জনগণকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন রঘুরাম রাজন। তাঁর কথায়, দেশের বিপুল সংখ্যক মানুষকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করে তুলতে হবে। ভারতের হিউম্যান ক্যাপিটাল অর্থাৎ বিপুল জনগণকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।