লোকসভায় হলুদ গ্যাস কাণ্ড নিয়ে সুর চড়ানোয় আগেই ৯০ জনের বেশি সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। আর এবার নতুন করে সাসপেন্ড হলেজ আরও ৪৯ জন সাংসদ। সবমিলিয়ে মোট ১৪১ জন বিরোধী সাংসদ সাসপেন্ড হলেন দু’দিনে। সংসদের উভয় কক্ষে সাসপেন্ড হওয়া এই সাংসদদের চলতি শীতকালীন অধিবেশনের শেষ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে।
প্রসঙ্গত, লোকসভায় কীভাবে এই ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটল, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছিলেন বিরোধী সাংসদরা। আর তাতেই উত্তাল হয় সংসদের উভয় কক্ষ। পরপর বিরোধী সাংসদরা সাসপেন্ড হন এই ঘটনায়। এই আবহে বিরোধীদের অভিযোগ, ‘সংসদ ভবনে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে’। কংগ্রেসের দাবি, ‘কোনও অর্থপূর্ণ আলোচনা ছাড়াই স্বৈরাচারী সব বিল পাশ করানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করছে। এই নয়া সংসদ ভবন আদতে নমোতন্ত্রর প্রতীক, গণতন্ত্রের নয়।’