২০২৪ সালে কেন্দ্রে কোনোভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে দেওয়া যাবে না। সোমবার দিল্লীর উদ্দেশ্যে রওনা হবার আগে পাটনা বিমানবন্দরে একথা জানিয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। এদিন লালুপ্রসাদের সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
ইন্ডিয়া মঞ্চের আগামীকালের চতুর্থ বৈঠকের আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বলেন, আমরা ইন্ডিয়া মঞ্চের চতুর্থ বৈঠকের বসতে চলেছি এবং আমরা কোনোভাবেই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্রে সরকারে বসতে দেব না।
এদিন সাংবাদিকরা লালুপ্রসাদকে প্রশ্ন করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৪ সালে ফের ক্ষমতায় আসার বিষয়ে নিশ্চিত বলে জানিয়েছেন। এর উত্তরে লালুপ্রসাদ বলেন, ‘কে নরেন্দ্র মোদী’?
তিনি আরও বলেন, আমরা দিল্লিতে বৈঠকে বসছি এবং আমরা একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে নির্বাচনে লড়াই করবো। যাতে বিরোধী ভোট ভাগাভাগি না হতে পারে।
সাংবাদিকদের উদ্দেশ্যে লালুপ্রসাদ বলেন, আগামী নির্বাচনে আমরাই কেন্দ্রের ক্ষমতা দখল করব।