আগামিকাল, মঙ্গলবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের মেগা বৈঠক৷ আর সেখানে আলোচনার মূল বিষয়বস্তু হতে চলেছে আসন সমঝোতা৷ এদিকে, জানা গিয়েছে, আসন সমঝোতার প্রশ্নে নরম নয়, বেশ চড়া সুরেই কংগ্রেসকে বার্তা দিতে চলেছে তৃণমূল। যদিও দিল্লি যাওয়ার সময় এ বিষয়ে কোনও মন্তব্য করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লি রওনা হওয়ার আগে মমতা বলেন, ‘সিট শেয়ারিং নিয়ে এখনই কিছু বলছি না৷ আগে আলোচনা হোক তারপর জানাব।’
এদিকে, কংগ্রেসের কারণেই আসন সমঝোতার রাস্তায় অনেক দেরি হয়ে গেল বলে মত তৃণমূলের। তিন রাজ্যের ভোটে কংগ্রেসের পরাজয়কে চড়া সুরে আক্রমণ শানাতে প্রস্তুত বাংলার শাসক দল। এক্ষেত্রে তারা পাশে পেতে পারে অরবিন্দ কেজরিওয়াল ও অখিলেশ যাদবকে। ২০১৯ সালের লোকসভা, ২০২১ সালের বিধানসভার ফলের ভিত্তিতেই আসন ভাগাভাগি চূড়ান্ত করতে চায় তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধু কংগ্রেসকেই সর্বাধিক দুটি আসন ছাড়তে পারে তারা।