হিন্দুদের ঝটকা মাংস খাওয়া উচিত, হালাল মাংস নয়! এবার এমনই নিদান দিতে ফের বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। নিজের বিধানসভা কেন্দ্র বেগুসরাইতে গিয়ে একটি জনসভায় গিরিরাজ বলেন, ’হিন্দুরা হিন্দুদের থেকে মাংস কিনবে, আর মুসলমানরা মুসলমানদের থেকে। সে দিন চলে গেছে! এখন হিন্দুরা মুসলমানদের থেকে মাংস কিনছে। ওই মাংস হালাল যা হিন্দু ধর্মবিরোধী। হিন্দুদের ঝটকা মাংস খাওয়া উচিত।’
প্রসঙ্গত, এক ঝটকায় কোপ মেরে যে মাংস কাটা হয় তাই হল ঝটকা মাংস। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, হিন্দুদের বলি প্রথায় ঠিক যেভাবে এক কোপে বলি দেওয়া হয়, সেটাই হল ঝটকা। সনাতন হিন্দুরা একসময় এই বলির মাংসই খেত। কিন্তু এখন মুসলমানদের দোকান থেকে মাংস কিনে খায়। মুসলমানরা যেভাবে পশু জবাই করে তা হল হালাল, এই হালাল মাংস হিন্দুদের ধর্মবিরোধী বলেই দাবি মন্ত্রীর।