সংসদ হামলার মূলচক্রী ললিত ঝা’র ডেরার হদিশ মিলেছে কলকাতায়। আর তার ফলে আরও চাপ বাড়তেই ঘটনার দায় নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে মরিয়া বিজেপি। যেখানে পদ্ম সাংসদের ভিজিটর স্লিপ নিয়েই দু’জন সংসদে ঢুকে গ্যাস ছড়িয়ে তোলপাড় করেছিল। তবে সংসদের দুই কক্ষে তৃণমূল সরাসরি চেপে ধরেছে বিজেপিকে। এর ফলে যদিও ডেরেক ও’ ব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে। সংসদ দু’দিনের জন্য মুলতুবি হয়ে গিয়েছে।
এই আবহে এবার বিজেপিকে চরম খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুক্রবার সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। অভিযোগ ওঠা বিজেপি সাংসদকে কেন বহিষ্কার করা হবে না? এই প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র। তাঁর খোঁচা, ‘শুভেন্দু ঝাঁপ দিলে কোন পরিচয় সামনে আসত? তৃণমূল না বিজেপি? যা ঘটেছে সেটার থেকে নজর ঘোরাতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’