ইতিমধ্যেই শীতের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে সারা বাংলাজুড়ে। ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। উত্তর থেকে দক্ষিণ, ঠাণ্ডার আমেজে মজে রাজ্যবাসী। গতকাল কুয়াশার আবরণে ঢেকে ছিল দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শুরু থেকেই নামতে শুরু করেছে পারদ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কিছুদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। আজ কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন বাংলার জেলাগুলিতে কি ঠান্ডা আরও বাড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পাশাপাশি, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে বলে পূর্বাভাস। আজ, শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছেন আবহবিদরা।