অনুপম হাজরার ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছিল। যা নিয়ে চাপানউতোর চলছিল রাজনৈতিক মহলে। লাগাতার দলের নেতাদের বিরুদ্ধে বিষোদগার করার জন্যই কি এই পদক্ষেপ? উঠতে শুরু করেছিল সেই প্রশ্ন।
এবার নিজেই টুইট পোস্ট করে বিষয় সম্পর্কে খোলসা করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদকদের মধ্যে থাকা এই নেতা। ফের তাঁকে দেখা গেল রুদ্র মূর্তিতে। সাফ লিখলেন ‘চোর মুক্ত বিজেপি চাই’। প্রসঙ্গত, সাম্প্রতিককালে বঙ্গ বিজেপির অন্দরে চলা একাধিক দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। নাম না করেই খোঁচা-পাল্টা খোঁচা চলেছে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যের সঙ্গে। তাঁকে দল থেকে বহিষ্কারের দাবিও ওঠে। এরমধ্যে তাঁর নিরাপত্তা কমা নিয়ে শুরু হয় নতুন চাপানউতোর।
এ প্রসঙ্গেই কার্যত মিডিয়া সম্পর্কে বিরক্তি প্রকাশ করে অনুপম লিখছেন, ‘মিডিয়াকে অনুরোধ, একই জিনিসের জন্য বারবার ফোন করবেন না। যদি কোনও খবর করার থাকে বা মনগড়া মুখরোচক কোনও খবর বানানোর থাকে তাহলে এই পোস্ট দেখে করে নিতে পারেন।’ এরপরই অনুপম একটি ছবি পোস্ট করেন, সেখানে লিখছেন, ‘সিকিউরিটি তুলে নেওয়া হল নাকি নভেম্বর মাসে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম সেটা ভালভাবে জেনে খবরটা করা দরকার। আর কিসের জন্য অনুরোধ করছি সময় বলবে। অনেক খেলা বাকি। একেক ব্যাটসম্যানের খেলার ধরন এক একরকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোর মুক্ত বিজেপি চাই।’