মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বুধবার শপথ নিয়েছেন মোহন যাদব। পরদিন থেকেই রাজ্যে শুরু হয়ে গেল বিচারের আগে সাজা দেওয়ার বুলডোজার শাসন। চার ব্যক্তির বাড়ি বৃহস্পতিবার রাতে গুড়িয়ে দিয়েছে তাঁর প্রশাসন।
সরকারি সূত্রের খবর, ৩ ডিসেম্বর বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন এক বিজেপি সমর্থকের সঙ্গে তর্ক বিতর্ক বাধে অভিযুক্তদের। অভিযোগ, পরে হাতাহাতি শুরু হয়। আসলাম নামে এক ব্যক্তি বিজেপি সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
সেই ঘটনায় পুলিশ আসলাম ও তাঁর তিন সহযোগী শাহরুখ, ফারুখ শামিরদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর মুখেই বৃহস্পতিবার প্রশাসন চার অভিযুক্তের বাড়িতে বুলডোজার নিয়ে হাজির হয়। ভেঙে দেওয়া হয় ঘরবাড়ি।
মধ্যপ্রদেশে বুলডোজার শাসন অবশ্য নতুন নয়। সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার শাসন কায়েম করে একদিকে বহু মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন। অন্যদিকে, আতঙ্ক গ্রাস করে অনেককে। সুপ্রিম কোর্ট সহ একাধিক আদালত বুলডোজার শাসন বেআইনি বললেও তাতে লাগাম পড়েনি। বিরোধীদের অভিযোগ, সুশাসন প্রতিষ্ঠার নামে বিজেপি শাসিত রাজ্যের সরকারগুলি সংখ্যালঘুদের নির্যাতনে বুলডোজার শাসন চালু করেছে।