বাংলার সঙ্গীতমহলে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার অনুপ ঘোষাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮। সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে গুপির গান ছিল তাঁরই কণ্ঠে। এই ছবিগুলিতে গাওয়া তাঁর গানগুলি আজও মানুষের মুখে মুখে ফেরে। এছাড়াও নজরুলগীতি শিল্পী হিসেবেও দক্ষ ছিলেন তিনি।
উল্লেখ্য, তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন। ১৯৮০ সালে সেরা গায়ক হিসাবে জাতীয় পুরস্কারও জেতেন তিনি। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসে পক্ষ থেকে বিধানসভা ভোটে জিতে বিধায়ক হন অনুপ ঘোষাল।