প্রথম বার ইংল্যান্ডে পুরুষদের ফুটবল লিগের ম্যাচ পরিচালনা করতে চলেছেন এক মহিলা রেফারি। আগামী ২৩শে ডিসেম্বর, ইংলিশ প্রিমিয়ার লিগের ফুলহ্যাম এবং বার্নলের ম্যাচে রেফারির দায়িত্ব সামলাবেন ৪০ বছরের রেবেকা ওয়েলচ। বিগত ২০১০ সাল থেকে রেফারির দায়িত্ব পালন করছেন রেবেকা। ১৩ বছরের অভিজ্ঞতা থাকা রেবেকা এর আগেও পুরুষদের ফুটবল ম্যাচের দায়িত্ব পালন করেছেন। রেবেকার জন্ম ইংল্যান্ডের ওয়াশিংটনে। ২০১৫ থেকে ফিফার প্যানেলে রয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে চতুর্থ রেফারি হিসাবে প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ছিলেন রেবেকা। এ বার মাঠে নেমে খেলা পরিচালনা করার সুযোগ পাবেন তিনি। শুধু মহিলা রেফারি নয়, ডিসেম্বরের ইংল্যান্ড দেখবে কালো চামড়ার রেফারিও। ১৫ বছর পর প্রিমিয়ার লিগে এক কৃষ্ণাঙ্গ রেফারির দায়িত্ব পালন করবেন। স্যাম উইলসন সেই দায়িত্ব পেতে চলেছেন। ২৬শে ডিসেম্বর শেফিল্ড ইউনাইটেড বনাম লিউটনের ম্যাচ পরিচালনা করবেন তিনি।