কংগ্রেস বরাবরই দাবি করে থাকে, যে রাহুল গান্ধী ভীষণই সাহসী। এবার তার প্রমাণও মিলল। বুধবার সংসদে স্মোক বম্ব নিয়ে দুই যুবকের হামলার সময় বাকি সাংসদরা যখন ইতি-উতি ছুটছিলেন, সেই সময় অকুতোভয়ে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ কংগ্রেস সাংসদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
বুধবারই কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে সাংসদ রাহুল গান্ধীর একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, লোকসভার চেম্বারে যখন দুই যুবক লাফিয়ে পড়েছেন এবং স্মোক বম্ব নিয়ে স্পিকারের দিকে ছুটছেন, তখন সামনের সারিতেই বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাহুল গান্ধী। চোখে মুখে একটুও ভয়ের ছাপ নেই।
কংগ্রেস মুখপাত্র রাহুল গান্ধীর সেই ছবিই পোস্ট করে লেখেন, ‘ভয় পাবেন না। এটা শুধু কথায় নয়, কার্যকলাপের মাধ্যমেও প্রকাশ করতে হয়’। ছবির ক্যাপশনেও লেখা, ‘যখন সংসদে অশান্তি হচ্ছিল, বুক ফুলিয়ে দাঁড়িয়ে ছিলেন নেতা’। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে রাহুল গান্ধীর সেই ছবি।