এবার ব্রিটেনের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পড়াশোনা তথা গবেষণার পথ প্রশস্ত হচ্ছে বাংলার ছাত্রছাত্রীদের। কারণ শিক্ষা, ভাষা এবং বিভিন্ন প্রশিক্ষণ আদানপ্রদান নিয়ে আগামীদিনে ব্রিটিশ কাউন্সিল ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে। এ নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে নবান্নের একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
এর পাশাপাশি, আগামীদিনে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল তথা ব্রিটিশ সরকার বিশেষ সমঝোতা করতে চলেছে। যার ফলে সুযোগ পাবে। বুধবার ব্রিটিশ কাউন্সিলের ইন্ডিয়া ডিরেক্টর অ্যালিসন ব্যারেট বলেছেন, আরও বেশি করে যাতে ভারত ও ব্রিটেনের মধ্যে শিক্ষা সংযোগ বৃদ্ধি পায় এবং ভাষার আদানপ্রদান করা যায় সেই লক্ষ্যে একঝাঁক পরিকল্পনা নেওয়া হয়েছে। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবার ফোকাল থিম কান্ট্রি হল ব্রিটেন। কলকাতার বইমেলাতেও এই প্রকল্পগুলি রূপায়ণের প্রাথমিক কাজ দেখা যাবে।