লোকসভার ভেতরে স্মোক ক্যান নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দুই যুবক। আর বাইরে তখন স্লোগান দিচ্ছেন আরও দুজন। তাদের এই ছবি দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। তারপরই দেখা যায় এক তরুণী সংসদের বাইরে বলছেন, তানাশাহি নেহি চলেগা।
দ্রুত পুলিশ আটক করে তাকে। পরে জানা যায় তার নাম নীলম। কিন্তু কে এই নীলম? তিনি সেই সময় জানিয়েছিলেন, কোনও সংগঠন থেকে আসিনি। আমরা ছাত্রছাত্রী। আমরা চাকরি পাই না। ছোট ব্যবসাদার, গরিব মানুষ তাদের কথা শোনা হয় না।
পুলিশ তাকে আটক করে। পরে এই ঘটনায় গ্রেফতার করা হয় নীলম ভার্মা নামে ওই তরুণীকে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরেই প্রতিবাদী মুখ বলেই পরিচিত। বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের মুখ হিসাবে পরিচিত তিনি।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, গ্রামে তিনি প্রতিবাদী মুখ হিসাবে পরিচিত। বাড়ির বড় সন্তান তিনি। একটা সময় কৃষি আইনের প্রতিবাদেও তিনি ময়দানে নামতেন। যন্তরমন্তরে মহিলা কুস্তিগীরদের সমর্থন জানানোর জেরে একটা সময় পুলিশ তাকে গ্রেফতারও করেছিল।
তাঁর বাড়়ির লোকজন জানিয়েছেন, ২০১৫ সালে নীলম সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তারপর থেকেই তার সব স্বপ্ন ভেঙে যায়। তবে সবসময়ই তিনি পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকেছেন। এদিকে তিনি ১০০ দিনের কাজের দুর্নীতিও ধরে ফেলেছিলেন। গ্রামের যুবকদের নিয়ে তিনি লাইব্রেরিও করেছিলেন। কিন্তু পরে ১০০ দিনের কাজের দুর্নীতি ধরে ফেলায় তিনি রোষানলে পড়েছিলেন।