কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করার জন্য বাংলার বাসিন্দা হিসাবে ডোমিসাইল সার্টিফিকেট ও কিছু গুরুত্বপূর্ণ নথি দেখাতে হয়। এবার জানা গ্রল, এইসব সার্টিফিকেটের জাল করে নিজেকে বাংলার বাসিন্দা দেখিয়ে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়ে যাচ্ছে ভিন রাজ্যের বাসিন্দারা। এমনকী ব্যারাকপুর সেনা ছাউনিতে পাকিস্তানের দুই নাগরিকের চাকরি করার বিষয়টা নিয়ে যে হইহট্টোগোল হয়েছিল তারও যোগসূত্র এর মধ্যেই লুকিয়ে রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
জাল জাতিগত শংসাপত্র এবং ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করে বাংলার জন্য বরাদ্দ কেন্দ্রীয় চাকরি চুরি করছে বহিরাগতরা, অভিযোগ এমনই। প্রায় সাড়ে তিন হাজার সরকারি পদ লুট হয়েছে বলেই জানা গেছে। তদন্তকারীরা বলছেন, ভুয়ো চক্র এই চাকরি চুরির ব্যবসা ফেঁদে বসেছে। এই চক্রের খাসতালুক ব্যারাকপুর মহকুমা। দেখা গেছে, ২০২২ সালের চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলার বাসিন্দা নন এমন প্রায় ৩৫০০ প্রার্থীর চাকরি হয়েছে শুধুমাত্র ভুয়ো নথি দেখিয়ে।
এসএসসি জেনারেল ডিউটির পরীক্ষা দিয়ে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল বা রাইফেলম্যানের চাকরি পাওয়া যায়। এইসব চাকরির জন্য বাংলা থেকে প্রায় সাড়ে ৬ হাজার পদ সংরক্ষতি ছিল। ওই পদে কোটায় চাকরি পেতে হলে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাছাড়া ডোমিসাইল সার্টিফিকেটও দেখাতে হবে। অভিযোগ, বিভিন্ন থানা ও ডিআইবি অফিসের সঙ্গে যোগসাজশ করে ভুয়ো সার্টিফিকেট ও নথিপত্র তৈরি করে বাংলার কোটায় চাকরি চুরি করে নিচ্ছে ভিন রাজ্যের বাসিন্দারা।