লোকসভা নির্বাচন এগিয়ে আনার ব্যাপারে গত কয়েক মাস ধরে অনেক জল্পনা চলেছিল সর্বভারতীয় রাজনীতিতে। এমনকি সরকারের নেতা মন্ত্রীরাও এই জল্পনা উস্কে দেন যে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভারও ভোটও হবে। কিন্তু সেই সব জল্পনায় জল ঢেলে লোকসভায় ভোট সম্ভবত যথাসময়েই হতে চলেছে।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, কোনও অঘটন না ঘটলে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। ২০১৯ সালের লোকসভা ভোটের মতই সাত বা আটটি দফায় ভোটগ্রহণ হতে পারে। সাধারণত, ভোট গ্রহণ শুরু হওয়ার ৩০ দিন থেকে ৪৫ দিন আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন মু্খ্য নির্বাচন কমিশনার। এবারও সম্ভভত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে।
২০১৯ সালের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল ১০ মার্চ। তার পর ১১ এপ্রিল থেকে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছিল। সাত দফার নির্বাচনের শেষ দফায় ভোট গ্রহণ হয়েছিল ১৯ মে। তার পর ২৩ মে ভোটের গণনা হয়েছিল।
লোকসভা ভোটের আগেই সমস্ত বোর্ডের পরীক্ষা শেষ করে ফেলার কথা। বাংলায় মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে। ২ থেকে ১২ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও ২৯ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। কদিন আগে সিবিএসই-ও জানিয়ে দিয়েছে তাদের দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য বোর্ডের পরীক্ষা ২ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে।