বুধবার দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে লোকসভায় দুই ব্যক্তির তাণ্ডব। সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে আচমকাই দর্শকাসন থেকে লাফ মারে দুই হামলাকারী। ওই দুই ব্যক্তির সঙ্গে ছিল স্মোক গ্রেনেড। অধিবেশন কক্ষে ধোঁয়া ছড়াতে থাকে তারা। এ নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। কড়া নিরাপত্তা বলয় পেরিয়ে কীভাবে হামলা চলল, তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। তবে ইতিহাস বলছে, এই প্রথম নয়। আগেও সংসদে ঢুকে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। সেবারও আঙুল উঠেছিল বিজেপি সাংসদের অতিথির দিকেই। বুধবারের ঘটনা মনে করিয়ে দিয়েছে ২০১৬ সালের সেই দৃশ্য।
সেবার ২৫ নভেম্বর কেন্দ্র সরকারের নোটবন্দির সিদ্ধান্তের প্রতিবাদ করতে বিজেপি সাংসদ ভোলা সিংয়ের সুপারিশ নিয়ে সংসদে ঢুকে পড়েন রাকেশ সিং বাঘেল নামে এক ব্যক্তি। অধিবেশন শুরু হওয়ার মিনিট কুড়ি পরেই বিকট শব্দ করে গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়েন তিনি। সংসদের মধ্যেই মোদীর সিদ্ধান্তের সমালোচনায় স্লোগান দেন রাকেশ। তবে শেষ পর্যন্ত তাঁকে বের করে দেওয়া হয় সংসদ থেকে। অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। তবে ৭ বছর পরে ফের সেই ঘটনার স্মৃতি ফিরে এল বুধবার।