কেরলে দাগ কাটতে পারল না বিজেপি। বড় জয়ের পথে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট। কোচিতে উপনির্বাচনে ৩৩টি ওয়ার্ডের মধ্য়ে ১৭টি ওয়ার্ডে জয়ের পথে ইউডিএফ। সিপিএমের নেতৃত্বধীন এলডিএফ জোট রয়েছে দ্বিতীয় স্থানে।
তারপরে রয়েছে বিজেপি। ১০টি ওয়ার্ড গিয়েছে সিপিএমের জোটের দখলে। আর এনডিএ জোট পেয়েছে মাত্র চারটি আসন। আর সোশ্য়াল ডেমোক্র্য়াটিক পার্টি অফ ইন্ডিয়া( পিএফআইয়ের শাখা), আম আদমি পার্টি একটি করে আসন দখল করতে পেরেছে।
মঙ্গলবার এই উপনির্বাচন হয়েছিল কেরলে। একটি জেলা পঞ্চায়েত ওয়ার্ড, পাঁচটি ব্লক পঞ্চায়েত, তিনটি পুরসভা, ২৪টি গ্রাম পঞ্চায়েতে এই উপনির্বাচন হয়েছিল। তবে সেই ভোটে বড় সাফল্য পেয়েছে ইউডিএফ। আগে ইউডিএফের দখলে ছিল ১০টি আসন। সেটাই বেড়ে দাঁড়িয়েছে ১৭টিতে। তবে এলডিএফ সেই আগের অবস্থানেই রয়েছে। আর এনডিএতে একেবারে ধস নেমেছে। আগে তাদের দখলে ছিল ৮টি আসন। সেটা এবার একেবারে অর্ধেক হয়ে গিয়ে ৪টি হয়ে গিয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এনডিএ একটি ব্লক পঞ্চায়েতে পেয়েছে। একটি গ্রাম পঞ্চায়েত, দুটি পুরসভার ওয়ার্ড পেয়েছে। ইউডিএফ পেয়েছে ১৪টি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, ৩টি ব্লক পঞ্চায়েত ওয়ার্ড। এলডিএফ ৮টি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড পেয়েছে। একটি ব্লক পঞ্চায়েত ওয়ার্ড ও একটি জেলা পঞ্চায়েত ওয়ার্ড পেয়েছে তারা।