হাতে আর বেশিদিন নেই। বছর ঘুরলেই দেশে লোকসভা নির্বাচন। আর সেদিকে তাকিয়েই ইতিমধ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার গুরুত্বপূর্ণ মহিলা ভোটব্যাঙ্কে শান দিতে বিশেষ বৈঠক ডাকল মহিলা তৃণমূল কংগ্রেস। মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১২টায় তৃণমূল ভবনে এই বিশেষ বৈঠক ডাকা হয়েছে।
সংগঠনের রাজ্য নেতৃত্বের সকল পদাধিকারীরা তৃণমূল ভবনের এই বৈঠকে উপস্থিত থাকবেন। একইসঙ্গে রাজ্যের সমস্ত জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীদের ওই বৈঠকে ডাকা হয়েছে। অতি সম্প্রতি মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল করা হয়েছে। সেক্ষেত্রে ৬টি জেলায় নতুন জেলা সভানেত্রী হিসেবে দায়িত্বে আনা হয়েছে ছয় জন নতুন মুখকে। শুক্রবার দুপুরে তৃণমূলের মহিলা ব্রিগেডের মেগা বৈঠকে এই ছয় নতুন জেলা সভানেত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রসঙ্গত, ভারতের নির্বাচনী রাজনীতিতে মহিলা ভোট ব্যাঙ্ক সবসময়ই বাড়তি গুরুত্ব পেয়ে এসেছে। বঙ্গ রাজনীতির ময়দানও তার বিকল্প নয়। একুশের বিধানসভা নির্বাচনেও তৃণমূল স্লোগান তুলেছিল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে বার বার মহিলা ভোটব্যাঙ্ককে কাছে টানার চেষ্টা দেখা গিয়েছে দলের নেতা-নেত্রীদের মধ্যে। ভোট ময়দানে দুর্দান্ত সাফল্যও পেয়েছে তৃণমূল।