এবার দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্র নিয়ে নয়া নির্দেশ দিল নবান্ন। বুধবার বিভিন্ন জেলার জেলাশাসক ও বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব। সেখানেই জাতিগত শংসাপত্র নিয়ে নিয়ম মানার নির্দেশ দেওয়া হয় জেলাগুলিকে। জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট কেন্দ্রের নিয়ম মেনেই করতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে তার জন্য বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিগত শংসাপত্র ভুয়ো সার্টিফিকেট হচ্ছে বলেও নজরে আনেন। তারপরেই বিভিন্ন জেলাগুলির সঙ্গে মুখ্য সচিবের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজ্যজুড়ে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে দুয়ারে সরকার। এবছর মোট ৩৬টি পরিষেবা দেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্পে। যার মধ্যে আরও একটি নতুন পরিষেবা যুক্ত হয়েছে। হর্টিকালচার বিভাগ বা উদ্যান পালন দফতরের আরও একটি প্রকল্প এবারের দুয়ারে সরকারে ক্যাম্পে যোগ হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।