লোকসভার গ্যালারি থেকে চেম্বারের ভিতর ঝাঁপিয়ে পড়লেন দুই যুবক। সংসদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। ওই দুই যুবক লোকসভায় ঢুকে টিয়ার গ্যাস ছোড়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁদের আটক করা হয়েছে।
সেই ১৩ ডিসেম্বর। ২০০১ ,সালে এই দিনেই সংসদ ভবনে হয়েছিল সন্ত্রাসবাদী হামলা। ২২ বছর পর, একই দিনে, ফের আতঙ্ক ছড়াল সংসদের অন্দরে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে গেল সাংসদদের মধ্যে। আর এর নেপথ্যে রয়েে বড়সড় নিরাপত্তাগত গাফিলতি।
কাঁদানে গ্যাসের গোলা নিয়ে সংসদে ঢুকে পড়ল দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অধিবেশন চলাকালীন আচমকা গ্যালারি থেকে সরাসরি ওয়েলে লাফ মারে তারা। এরপরই তীব্র আতঙ্ক ছড়ায় সাংসদদের মধ্যে। পরে সংসদের নিরাপত্তারক্ষীরা ওই দুই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে।