বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যবাসীর জন্য একাধিক জনমুখী প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালক্রমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে সেগুলি। এদের মধ্যেই অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। ২০২১ সালে নতুন করে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পটি চালু করেন। এবার এই প্রকল্প নিয়ে এক বিশেষ ঘোষণা করলেন মমতা।
মুখ্যমন্ত্রী জানান, “একই পরিবারে যদি ৭ জন মহিলা থাকেন তারা যদি এই প্রকল্পের শর্ত পূরণ করতে পারেন তাহলে নিশ্চই তারা প্রকল্পের টাকা পাবেন।” যদি কখনও প্রকল্পের টাকা পেতে অসুবিধা হয় তাহলে ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করার কোথাও জানান। উল্লেখ্য, পরিবারের মহিলারা প্রতি মাসে সরকারের কাছ থেকে এই প্রকল্প দ্বারা টাকা পান। তবে এই লক্ষ্মীর ভান্ডারে জেনারেল ক্যাটাগরির জন্য ৫০০ টাকা করে পান। এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীকে প্রতি মাসে দেওয়া হয় ১০০০ টাকা করে।