মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দলের নির্দেশে উত্তরসূরি মোহন যাদবকে পথ করে দিতেই এই সিদ্ধান্ত। কিন্তু এবার কী করবেন শিবরাজ সিং চৌহান? এই জল্পনা পুরোদমে রয়েছে। মনে করা হচ্ছিল, তাঁকে এবার দলের কেন্দ্রীয় নেতৃত্বের অংশ হয়ে উঠতে দেখা যাবে। কিন্তু সেই জল্পনা খণ্ডন করলেন খোদ শিবরাজ। ‘মামা’ জানিয়ে দিলেন, এমন কোনও সম্ভাবনা নেই। নয়াদিল্লিতে কোনও নতুন ভূমিকায় তাঁকে দেখা যাবে না।
ঠিক কী বলেছেন তিনি? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”নিজের জন্য কিছু চাইতে যাওয়ার থেকে আমার মরে যাওয়া ভাল… আর তাই আমি বলেছিলাম দিল্লি যাব না।” যদিও বিশেষজ্ঞরা মনে করছিলেন, শেষ পর্যন্ত শিবরাজকে দিল্লিতে ডেকে নিতেই পারে শীর্ষ বিজেপি নেতৃত্ব। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং ‘মামা’।
মধ্যপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেমন লাগছে রাজ্যের মসনদ থেকে বিদায় নিতে? এপ্রসঙ্গে বলতে গিয়ে বর্ষীয়ান রাজনীতিক জানিয়েছেন, তিনি খুবই খুশি বিজেপির এই জয়ে। মনে আনন্দ নিয়েই তিনি দায়িত্ব ছাড়ছেন। তিনি বলেন, ‘আজ যখন আমি বিদায় নিচ্ছি, আমি সন্তুষ্ট যে ২০২৩ সালেও বিজেপিই আরও একবার সরকার গড়ছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আমার হৃদয় খুশি ও সন্তুষ্টিতে ভরে রয়েছে’।