ব্যবসায়ী ও তাঁর পরিবারকে খুনের হুমকির অভিযোগ অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কিরণ খেরের বিরুদ্ধে। ‘প্রভাবশালী’ মহিলা সাংসদের থেকে খুনের হুমকি পেয়ে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চণ্ডীগড়ের ব্যবসায়ী। তাঁর আবেদন মঞ্জুর করেছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। ওই ব্যবসায়ী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
বেশ কয়েকদিন আগে হাইকোর্টে বিজেপি সাংসদ কিরণ খেরের বিরুদ্ধে মামলা করেন চণ্ডীগড়ের ব্যবসায়ী চৈতন্য আগরওয়াল। তাঁর অভিযোগ, ওই সাংসদ এবং তাঁর সহকারী সহদেব সালারিয়া আর্থিক লেনদেন সংক্রান্ত কারণে তাঁকে খুনের হুমকি দেন। ব্যবসায়ীর আইনজীবী আনমোল রতন সিধু মামলাটির সওয়ালে জানিয়েছেন, এক বিজেপি কর্মী মারফত সালারিয়ার সঙ্গে আগরওয়ালের সাক্ষাৎ হয়। সালারিয়া নিজেকে আর্থিক উপদেষ্টা বলে পরিচয় দেন যিনি প্রভাবশালী মানুষদের আর্থিক লেনদেন সামলান। পরবর্তীকালে সাংসদ তাঁকে বিনিয়োগের জন্য ৮ কোটি টাকা দেন।
সাংসদের কাছ থেকে খুনের হুমকি পেয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কিত গোটা পরিবার। ব্যবসায়ীর আবেদনের ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি অনুপ চিতকারা চণ্ডীগড়ের পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট পুলিশ থানার অফিসার ইনচার্জকে আগামী এক সপ্তাহ ওই ব্যবসায়ী এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আদালত জানিয়েছে, আবেদনকারী অনুরোধ করলে এক সপ্তাহ মেয়াদ শেষ হওয়ার আগেই নিরাপত্তা ব্যবস্থা তুলে দেওয়া যেতে পারে।