সপ্তাহখানেকের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার জলপাইগুড়ির বানারহাটে পৌঁছেই রাস্তায় হাঁটতে হাঁটতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনসংযোগ শুরু করেন তিনি। এক স্থানীয় বাসিন্দার বাড়িতে বসে চা-ও খান।
গতকাল বানারহাটে নেমেই প্রশাসনিক আধিকারিকদের নিয়ে হাঁটতে শুরু করেন মুখ্যমন্ত্রী। পথে মানুষদের সঙ্গে কথা বলেন। বড়দের হাতে তুলে দেন শীতবস্ত্র, ছোটদের টেডিবিয়ার। পরে আদর্শপল্লির শীতলা মন্দিরে পুজো দেন। রাস্তার ধারে এক বৃদ্ধাকে দেখে তাঁকে প্রণাম করেন মমতা। তাঁর শারীরিক খোঁজখবর নেন। এর পর প্রতিভা ভদ্র নামে ওই মহিলার কাঠের বাড়িতে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। ঠাকুরঘর, রান্নাঘর ঘুরে দেখেন।
মমতা তাঁদের কাছে চা ও জল খেতে চান। প্রতিভা ভদ্রের পুত্রবধূ মুখ্যমন্ত্রীকে চা বানিয়ে দেন। সকলের সঙ্গে খাটে বসে মুখ্যমন্ত্রী চা পান করেন। তাঁদের শীতের চাদর উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। হঠাৎ এভাবে বাড়িতে মুখ্যমন্ত্রীর আগমনে সকলে আপ্লুত।
পরে সাংবাদিকদের প্রতিভা ভদ্র বলেন, ‘প্রথমে দেখা হওয়ার পর মুখ্যমন্ত্রী আমাকে প্রণাম করেন। এর পর আমার শরীরের খোঁজখবর নেন। আমার বাড়ির ঠাকুর ঘর, রান্নাঘর ঘুরে দেখেন। কী রান্না হয়েছে, তাও জানতে চান মুখ্যমন্ত্রী। এটা আমার কাছে স্বপ্নেও অতীত। আমার অনেকদিনের ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীকে দেখব। সেই স্বপ্ন এদিন পূরণ হল।’