২০১৯ সালের জানুয়ারি মাসে দলে তাঁর অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছিলেন বিএসপি নেত্রী মায়াবতী৷ সেই বছরই লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন মায়াবতীর প্রচারের ওপরে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করার পর প্রথম বার রাজনৈতিক সভায় বক্তব্য রাখেন তিনি৷ এবার নিজের রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে সেই আকাশ আনন্দের নাম ঘোষণা করলেন বিএসপি নেত্রী মায়াবতী৷ ২৮ বছর বয়সি তরুণ তুর্কী সম্পর্কে মায়াবতীর ভাইপো। গত বছর থেকেই রাজস্থানে দলের দায়িত্বে ছিলেন তিনি৷
প্রসঙ্গত, মায়াবতীর ভাই তথা বিএসপির সহ সভাপতি আনন্দ কুমারের ছেলে আকাশকে বিএসপি-র বিভিন্ন কর্মসূচিতে অনেক বারই দেখা গিয়েছে৷ সর্বভারতীয় ক্ষেত্রে বিএসপির কো-অর্ডিনেটর পদেও ছিলেন তিনি৷ লোকসভা নির্বাচনের আগে গত বেশ কিছু দিন ধরেই দলের অন্দরে আকাশের প্রভাব বাড়ছিল৷ গত অগস্ট মাসে লখনউতে বিএসপির রাজ্য স্তরের বৈঠকে আকাশের উপস্থিতির পরই সেটা স্পষ্ট হয়৷ আকাশকে যে সামনে নিয়ে আসার চেষ্টা শুরু হয়েছে, রাজনৈতিক মহলের কাছে তা পরিষ্কার হয়ে যায়৷ ওই মাসেই উত্তর প্রদেশে আকাশ দলের হয়ে ১৪ দিন ধরে সর্বজন হিতায়, সর্বজন সুখায় সর্বজন সঙ্কল্প যাত্রার নেতৃত্ব দেন৷