অ্যাস্টন ভিলার বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ইপিএলে জয়ের পথে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। রবিবার লুটন টাউনকে ২-১ গোলে হারাল তারা। এদিন চোটের জন্য খেলেননি আর্লিং হালান্ড। তবু এক গোলে পিছিয়েও ম্যান সিটি তিন পয়েন্ট নিয়ে ফিরল। এদিন ঘরের মাঠে প্রথমার্ধের সংযুক্ত সময়ের গোলে লুটন টাউন এগিয়ে যায়। গোল করেন এলিজা আবেবাও। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ১-১ করে দেন বের্নার্দো সিলভা। তিন মিনিট পরে জ্যাক গ্রিলিশের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। শেষ পর্যন্ত ২-১ গোলেই জেতে পেপ গুয়ার্দিওলার দল। পাশাপাশি, এভার্টন ২-০ গোলে হারিয়েছে চেলসিকে। ৫৪ মিনিটে আবদুল্লাই দাউকোর ১-০ করেন। নির্ধারিত সময়ের পরে সংযুক্ত সময়ে লুইস ডবিনের বক্সের মাথা থেকে মারা শটে তাদের দ্বিতীয় গোল পায় এভার্টন।
এদিন, ম্যান সিটির বিরুদ্ধে অ্যান্ড্রোস টাউন্সেডের ডান দিক থেকে মারা নিখুঁত বাঁ পায়ের ক্রসে হেড করে ১-০ করেছিলেন লুটনের আবেবাও। আর রদ্রি বিপক্ষের ট্যাকল এড়িয়ে গোলের বল বের্নার্দোকে সাজিয়ে দেন। সে বল ধরে গোল করতে ভুল করেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের মিডফিল্ডার। তিন মিনিট পরেই ম্যান সিটির দ্বিতীয় গোল আর এক মিডফিল্ডারের সৌজন্যে। এ ক্ষেত্রে গ্রিলিশকে দারুণ একটা ক্রসে শুধু হাল্কা করে একটা শট মারতে হয়েছে। সে ক্রস দেন লিয়োনেল মেসির দেশের য়ুলিয়ান আলভারেজ়। গুয়ার্দিওলার নতুন অস্ত্র আর্জেন্টিনার এই তরুণের বয়স মাত্র ২৩ বছর। ম্যাচের পরে গুয়ার্দিওলা বলেন, ‘‘শেষ ম্যাচের পরিপ্রেক্ষিতে বলতেই হচ্ছে, ছেলেরা অসাধারণ খেলেছে। মজা হচ্ছে, প্রথমার্ধে আমরা বেশি ভাল খেলেছি। অথচ গোল ওরাই করে দিল। দ্বিতীয়ার্ধে দরকার ছিল হিসেব উল্টে দেওয়ার। সেটা দারুণ ভাবেই করেছে দল।’’ এ দিন নিউক্যাসলের বিরুদ্ধে ৪-১ গোলে জিতল টটেনহ্যাম। ব্রাজিলীয় ফরোয়ার্ড রিচার্লিসন জোড়া গোল করেন।