বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে, সমস্ত দলই নিজের মতো করে স্ট্র্যাটেজি সাজাতে শুরু করেছে। কেন্দ্রের তরফে সদ্য পিএম কিষাণ প্রকল্পের সাম্প্রতিক কিস্তি ঘোষণা করেছেন মোদী। এরই মাঝে কৃষকদের উদ্দেশে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি নানান সুবিধার কথা তুলে ধরেন। এরই সঙ্গে বড় ঘোষণা করেন রাজ্যের ১ কোটি ২০ লাখ কৃষকের জন্য।
সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণায় জানান, ১২ ডিসেম্বরই রাজ্যের ১ কোটি ২০ লাখ কৃষকের কাছে মাথাপিছু পৌঁছে যাবে নগদ ৫ হাজার টাকা। মমতা বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর ১ কোটি ২০ লক্ষ কৃষক, কৃষি বন্ধুর টাকা পাবেন। আর আলিপুরদুয়ারে ৯০ হাজার কৃষক খরিপ চাষের টাকা পাবেন তাঁদের অ্যাকাউন্টে। দু’বারে মোট ১০ হাজার টাকা পাবেন।’ মমতা বলেন, ‘এখন কৃষকদের শস্যবীমার টাকা সরকার দেয়। কৃষি জমির সেজ আমরা তুলে দিয়েছি। সরকার নিজে খাজনা দেয়। যাঁজের শস্য বীমা করা রয়েছে, তাঁরা সকলেই পাবেন টাকা।’
সদ্য বাংলায় অকাল বর্ষণে বহু কৃষকের ফসল নষ্ট হয়েছে। সেদিকেও নজর রেখেছে রাজ্য সরকার। মমতা বলেন, যাঁদের জমির ফসল এই বৃষ্টিতে নষ্ট হয়েছে, যাঁরা শস্য বীমা করিয়ে রেখেছেন, তাঁরা সকলেই টাকা পাবেন। যাঁরা এই সরকারি প্রকল্পগুলিতে আবেদন করতে চান, তাঁদের জন্যও রয়েছে তথ্য। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে তাঁরা এই আবেদন করতে পারবেন। ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর বিভিন্ন প্রকল্পে করা যাবে আবেদন। পরিষেবা প্রদান করা হবে ১ লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে।