সারা দেশজুড়ে ক্রমশ দৌরাত্ম্য বাড়ছে সাইবার প্রতারণার। সাইবার দুনিয়ার অপরাধীদের পাতা নিত্যনতুন ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন অনেকেই। এবার চাকরির টোপ দিয়ে দিয়ে দফায় দফায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হল এক যুবকের কাছ থেকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির পাড়াতেই। এই ঘটনায় সাইবার প্রতারকদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তও শুরু করেছে পুলিশ। প্রতারিত যুবকের নাম সায়ন্তন ঘোড়াই। দু’দিন আগে এ বিষয়ে তমলুকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অনলাইনে চাকরির প্রস্তাবে সাড়া দিয়ে প্রতারিত হয়েছেন কাঁথির বাসিন্দা ওই যুবক। জানা গিয়েছে, সায়ন্তনের ই মেল-এ এসেছিল চাকরির প্রস্তাব। তাতেই সাড়া দিয়ে সাড়ে ২৪ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন তিনি।
এবিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত গত জুন মাসে শুরুতে। সে সময় একটি মেল আসে সায়ন্তনের কাছে। তাতে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাতে সাড়া দিয়ে নিজের বায়োডাটা পাঠিয়ে দেয় সায়ন্তন। তারপরেই ই-মেল মারফত এসে পৌঁছায় ভুয়ো অফার লেটার ও এগ্রিমেন্ট লেটার। শুধু তাই নয়, এরপর একে একে আসতে থাকে তারপরই স্টেট পারমিট, রেজিস্ট্রেশন ফি, ফাইল এন্ট্রি ফি, অথরাইজেশন ফি, মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট-সহ একাধিক কারণ দেখিয়ে তাঁর থেকে ২৪ লক্ষ ৫২ হাজার ৮৪৯ টাকা প্রতারকরা আদায় করে বলে অভিযোগ। গত ২৭শে জুন থেকে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত ২৩ দফায় এই টাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ টাকা জমা করেন প্রতারিত যুবক। কিন্তু শেষ পর্যন্ত চাকরিও মেলেনি। এক পয়সাও ফেরত পাননি সায়ন্তন।