কংগ্রেস নেতা ধীরাজ সাহুর বাড়িতে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। এখন সেই টাকার অঙ্ক ৩০০ কোটি ছাড়িয়েছে। ইডি-র এই তল্লাশির মধ্যেই বিজেপিকে কটাক্ষ করলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চর্তুবেদী। গেরুয়া শিবিরের উদ্দেশ্যে তাঁরা বার্তা, সাহু যদি বিজেপিতে যোগ দেন তবে তাঁকে যেন ‘ক্লিনচিট’ না দেওয়া হয়। এ ব্যাপারে তারা যেন ‘দেশবাসী’কে আশ্বস্ত করে।
কেন এমন বললেন প্রিয়াঙ্কা? তার জবাব দিয়েছেন তিনি। মহারাষ্ট্রে ৭০ হাজার কোটি টাকার সেচ কেলেঙ্কারিতে অভিযুক্ত অজিত পাওয়ার-সহ এনসিপি নেতাদের প্রসঙ্গ তোলেন তিনি। প্রিয়াঙ্কার দাবি, এই এনসিপি নেতারা দল থেকে আলাদা হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার পর তাঁদের ইডি, আয়কর দফতরের সব তদন্ত বন্ধ হয়ে গিয়েছে। এ ক্ষেত্রে যেন তেমনটা না হয় তা বিজেপি নিশ্চিত করতে বলেছেন শিবসেনা (ইউবিটি) সাংসদ।
তিনি বলেন, ‘কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলার আগে বিজেপির আগে দেশকে আশ্বত করা উচিত, এই দুর্নীতিবাজরা যদি তাদের দলে যোগ দেয় তবে পাপমুক্ত করে দেওয়া হবে না।’
আয়কর দফতর উড়িষ্যার বালাঙ্গিরে সাহুর মালিকাধীন একাধিক সংস্থা এবং তার বাড়িতে হানা দিয়ে এখনও পর্যন্ত ৩০০ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করা হয়েছে। আয়কর দফতর মনে করছে ৩৫০ কোটি টাকা উদ্ধার হতে পারে।