চলতি বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বাংলা। তাদের প্রতিপক্ষ হরিয়ানা। আঝ, সোমবার রাজকোটে সেই ম্যাচ খেলতে নামবে দুই দল। লক্ষ্য সেমিফাইনাল। হরিয়ানা দলে যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেলের মতো ক্রিকেটারেরা রয়েছেন। তবে বাংলার শক্তি দলগত সাফল্য। তার উপরেই আস্থা রাখছে তারা। হরিয়ানার হয়ে চাহাল এ বারের বিজয় হাজারেতে ৭ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। ভারতীয় দল থেকে বাদ পড়লেও বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। পাশাপাশি রয়েছেন হর্ষল প্যাটেলও। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে নজর কেড়েছিলেন। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। তবে এখন তিনি লড়ছেন নিজের জায়গা ফিরে পেতে। এই দুই বোলার বাংলার ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন। সেই সঙ্গে হরিয়ানা দলে ব্যাট হাতে রয়েছেন হিমাংশু রানা, নিশান্ত সান্ধুর মতো প্রতিভাবান ক্রিকেটাররা।
পাশাপাশি, বাংলা ভরসা রাখছে তাদের দলগত সামর্থ্যের উপর। দুই গুরুত্বপূর্ণ বোলার মুকেশ কুমার এবং আকাশ দীপ না থাকা সত্ত্বেও যে ভাবে পারফর্ম করেছেন মহম্মদ কইফ এবং সুমন দাসের মতো তরুণ পেসারেরা তা খুশি করবে কোচ লক্ষ্মীরতন শুক্লকে। ব্যাট হাতে নেই অভিমন্যু ঈশ্বরনও। কিন্তু সেই অভাব বুঝতে দিচ্ছেন না অভিষেক পোড়েলেরা। রয়েছেন অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারও। তিনি পর পর দু’টি ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছেন। গত ম্যাচে শতরান পেয়েছেন অধিনায়ক সুদীপ ঘরামি। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলই বাড়তি প্রত্যয় জোগাচ্ছে কোচ লক্ষ্মীকে। তিনি বলেন, “দলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার। একেক দিন একেক জন খেলে দিচ্ছে। এটাই জয় এনে দিচ্ছে দলকে।” কোয়ার্টার ফাইনালে বাংলার দলগত সাফল্যই জয়ে এনে দেবে বলে বিশ্বাস তাঁর।