সিরিজ হাতছাড়া হয়েছিল আগেই। রবিবারের ম্যাচ ছিল মান রক্ষার। সেই ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৩ উইকেট নিয়ে নজর কাড়লেন বাংলার সাইকা ইশাক। ভারতীয় বোলারদের দাপটে ১২৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। এক ওভার বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনারই ব্যর্থ হন। তাঁদের দু’জনকেই আউট করেন রেণুকা সিংহ। সাইকার দাপটে ইংল্যান্ডের মিডল অর্ডার ভেঙে যায়। ৬৭ রানের মধ্যে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। অধিনায়ক হেথার নাইট ৫২ রান করে ব্যাট হাতে দলের মুখ রক্ষা করেন।
উল্লেখ্য, সাইকার সঙ্গে এই ম্যাচে ৩ উইকেট নিয়েছেন শ্রেয়াঙ্কা পাটিলও। রেণুকা এবং আমনজ্যোৎ কৌর দু’টি করে উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের দেওয়া ১২৭ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে শুরুতেই ভারত হারায় শেফালি বর্মাকে। তবে অন্য ওপেনার স্মৃতি মন্ধানা এবং তিন নম্বরে নামা জেমাইমা রদ্রিগেজ ৫৭ রানের জুটি গড়েন। স্মৃতি করেন ৪৮ রান এবং জেমাইমা করেন ২৯ রান। তাঁদের জুটি ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়। শেষ বেলায় গুরুত্বপূর্ণ ১২ রান করেন দীপ্তি শর্মা। ৪ বলে ১০ রান করে ভারতকে জেতান আমনজ্যোৎ। হরমনপ্রীত ৬ রান করে অপরাজিত থেকে যান। ম্যাচের সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল। সিরিজ সেরার শিরোপা উঠেছে ন্যাট শিভার-ব্রান্টের মাথায়।