আরও একবার বিতর্কের কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফের থানায় ঢুকে পুলিশকে শাসানি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের মারিশদার পর এবার ঘটনাস্থল হুগলির গোঘাট। শুভেন্দুর এহেন আচরণের কড়া নিন্দা করেছে শাসকদল তৃণমূল। দিনকয়েক আগে, গোঘাটের কৃষকদের সঙ্গে ধানের আড়তদারদের বাদানুবাদ হয়। কৃষকরা বিক্ষোভ দেখায়। পথ অবরোধও করেন। তাতে সমস্যায় পড়েন পথচলতি মানুষ। সেই সময় গোঘাট থানার ওসি ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কৃষকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা কড়া বার্তা দেন আড়তদারদেরও।
প্রসঙ্গত, সেই দিনের ভিডিও নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেন শুভেন্দু অধিকারী। ওই পুলিশ আধিকারিককে দিয়ে ক্ষমা চাওয়াবেন বলেও উল্লেখ করেন। এর পর শনিবার স্থানীয় বেশ কয়েকজন বিধায়ক এবং দলীয় কর্মীদের নিয়ে গোঘাট থানায় যান শুভেন্দু। বেশ হম্বিতম্বির সুরেই থানার ওসির খোঁজ করতে থাকেন। যদিও সেই সময় নিজের ডিউটিতে থাকার কারণে থানায় ছিলেন না ওসি। পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা বেঁধে যায় শুভেন্দু। থানায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বেরিয়ে যান। ইচ্ছাকৃতভাবে তিনি অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন, শুভেন্দুকে একহাত নিয়ে এমনই জানিয়েছে তৃণমূল।