নরেন্দ্র মোদীর সরকারের জনপ্রিয় স্লোগান হল ‘সবকা সাথ’। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তাঁর সরকার সকলের পাশে, প্রায়ই মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে প্রায়ই শোনা যায় সুশাসনের কথা।
জাতীয় অপরাধপঞ্জীর সর্বশেষ রিপোর্ট বলছে, মোদী সরকারে বিগত সাড়ে নয় বছরে দেশে আদিবাসী ও তফিসিল সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা ৫০ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েক বছর ধরেই এই ব্যাপারে শীর্ষে আছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। ২০২২-এর হিসাবে উত্তরপ্রদেশের পরেই রাজস্থানের নাম থাকলেও বিগত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, এই ব্যাপারে খুবই খারাপ চিত্র বিজেপি শাসিত মধ্যপ্রদেশেরও, সদ্যই যেখানে পদ্ম পার্টি বিপুল মার্জিনে বিজয়ী হয়ে ক্ষমতা ধরে রেখেছে।
সুশাসন ফেরানোতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, নাকি মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান কার সরকার এগিয়ে তা নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন আছে। যদিও জাতীয় অপরাধ পঞ্জী বলছে, তফসিলিদের উপর নির্যাতনের ঘটনায় এই দুই রাজ্যই দেশের মুখ পুড়িয়ে চলেছে বেশি। দুই রাজ্যেই গত বছর তার আগের বছরগুলির তুলনায় তফিসিলিদের নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
এমনকী প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতৃত্ব যখন আদিবাসী কল্যাণের কথা প্রচার করেন, তখন সরকারি রিপোর্টে উঠে আসছে ভিন্ন ছবি। রিপোর্ট অনুযায়ী, মোদী জমানায় নির্যাতনের ঘটনা তফসিলিদের উপর ৪৬ শতাংশ এবং আদিবাসীদের উপর ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য তুলে ধরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মোদী সরকারের ‘সবকা সাথ’ স্লোগানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।