সাত দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, সফরের তৃতীয় দিনেই কার্শিয়াংয়ের সরকারি পরিষেবা অনুষ্ঠান মঞ্চ থেকে পাহাড়ের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি। যার মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি হাব থেকে শুরু করে জিটিএ কর্মীদের জন্য বেশ কিছু সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার কথা।
গতকাল মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ে গড়ে উঠবে তথ্যপ্রযুক্তি হাব। বিনিয়োগ হবে ২৪ হাজার কোটি টাকা। পাহাড়ের ছেলেমেয়েদের স্কিল ভাল। দার্জিলিং-কালিম্পং আইটি হাব গড়ে উঠবে।’ উল্লেখ্য, মমতা আগেই ঘোষণা করেছিলেন চা শ্রমিকদের জন্য জমির পাট্টা দেওয়া হবে। শুক্রবার কার্শিয়াংয়ের মঞ্চ থেকে আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘চা সুন্দরী প্রকল্পে তিন লক্ষ শ্রমিকের জন্য পাকা বাড়ি গড়ে দেবে রাজ্য সরকার। কেউ বাড়িও নিতে পারেন আবার কেউ জমির পাট্টা নিতে পারেন।’