বিচার প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় এবার সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে মূল অভিযুক্ত মোহন নায়ককে জামিন দিল কর্ণাটক হাই কোর্ট! গত ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ শেঠি মোহনের (৫৬) জামিন মঞ্জুর করেন। ৫ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ছিলেন তিনি।
বিচার প্রক্রিয়ার ধীর গতির কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে আদালতের তরফে। এই খুনের ঘটনায় মোহনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সংগঠিত অপরাধ আইনের ধারায় অভিযোগ আনা হয়েছিল। আদালতের মতে, কর্ণাটকের এই আইনে দোষী সাব্যস্ত বলেও যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দেওয়া যায় না। বুধবার এই মামলা পর্যবেক্ষণ করে হাই কোর্টের তরফে জানানো হয়, ‘এই মামলার কোনও সন্তোষজনক অগ্রগতি নেই। বিচার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। তাই অভিযুক্তকে জামিন দেওয়া হবে।’
প্রসঙ্গত, ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব হওয়ায় কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গৌরী লঙ্কেশ। ২০১৭ সালে ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই গুলি করে খুন করা হয় তাঁকে। এর পরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তদন্ত নেমে প্রায় ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তড়িঘড়ি একটি বিশেষ দল তৈরি করে তদন্তও শুরু করে দেওয়া হয়। এর পর থেকে মোট ১৭ জন অভিযুক্ত ধরা পড়েছে।