এবার মহারাষ্ট্র এবং কর্ণাটকের ৪০ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে আইএস জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শনিবার সকালে দুই রাজ্যে এই তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ।
মহারাষ্ট্রের ঠাণে, পুণে, মীরা ভায়ান্দরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে যে, ঠাণে গ্রামীণ এবং শহরের বহু জায়গায় তল্লাশি চলছে। কর্ণাটকের এক জায়গায়, পুণের দু’জায়গায়, ঠাণে গ্রামীণের ৩১ জায়গায়, ঠাণে শহরে ৯ জায়গায় এবং ভায়ান্দরের এক জায়গায় তল্লাশি চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ সূত্রে খবর।