বন্ধ হয়ে যাওয়া আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশনকে পুনরায় সচল করার ঘোষণা করলেন মমতা। এই আবহে প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
টেট পাশ করে হাজার হাজার শিক্ষক বেকার হয়ে বসে আছেন। আর এরই মাঝে কার্শিয়াঙে সরকারি মঞ্চ থেকে সেই জেলার শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মমতা। মমতা জানান, দার্জিলিং ও কালিম্পঙের জন্য পৃথকভাবে জেলা স্কুল বোর্ড গঠন করা হবে। এর জন্য একটি অ্যাডহক কমিটিও গঠন করা হবে।
এই প্রসঙ্গে সরকারি মঞ্চ থেকে মমতা গত শুক্রবার বলেন, ‘পাহাড়ের জন্য রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিলস গঠন করা হবে। তারাই দার্জিলিং, কালিম্পঙের ১৪৬ টি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের শূন্যপদগুলিতে ৫৯০ জন শিক্ষককে নিয়োগ করবে।’ এদিকে পাহাড়ের স্কুল বোর্ডগুলিতে দীর্ঘদিন ধরে যে নিয়োগ হয়নি, তার জন্য প্রায় এক হাজার শূন্যপদ রয়েছে। এই আবহে মমতা ঘোষণা করেন, এই শূন্যপদগুলিতেও নিয়োগ হবে শীঘ্রই। এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন জিটিএ প্রধান অনিত থাপা।