শনিবার আন্দোলনের হাজার দিনে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে গিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। জানালেন, ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনকারীকে নেড়া হতে দেখে তিনি এই মঞ্চে এসেছেন। তাঁর মধ্যস্থতায় এবার জট কাটার আশা দেখছেন চাকরিপ্রার্থীরা।
এদিন ধরনা মঞ্চ থেকেই টেলিফোনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন কুণাল। কথা বলিয়ে দেন চাকরিপ্রার্থীদের সঙ্গেও। এরপরই জট কাটাতে দু’পক্ষর বৈঠকের আয়োজন হয়। জানা গেছে আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন চাকরিপ্রার্থীদের সাত সদস্যের প্রতিনিধি দল। দুপুর তিনটেয় মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁরা নিজেদের কথা জানাবেন।
পরে কুণাল বলেন, ‘চাকরিপ্রার্থীদের মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করতে চায় না বলেই এতদিন এখানে আসিনি। তবে ওঁদের সঙ্গে আমার বরাবরই যোগাযোগ রয়েছে। রাসমণিকে মাথা ন্যাড়া হতে দেখে আর বসে থাকতে পারিনি। তাই সোজা ওঁদের ধররা মঞ্চে চলে এসেছি।’ অন্যদিকে, শাসকদলের প্রতিনিধির ধরনা মঞ্চে আসা এবং মন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দেওয়ায় খুশী চাকরিপ্রার্থীরাও।