আজ রাজ্যে কার্যত নেই বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সকালে কুয়াশা, পরে কোথাও আংশিক বা পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকবে। রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে। আজ, শুক্রবার বেলার দিকে বইতে পারে উত্তর-পশ্চিমের বাতাস। আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শীতের আমেজ ফিরবে সপ্তাহান্তে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে শীতের শুরু বাংলায়। ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এলাকায় এখন অবস্থান করছে।
উল্লেখ্য, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার, ১১ই ডিসেম্বর। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার ওপরে। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩০.৪ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।