আগামী বছর আমেরিকা এবং মেক্সিকোতে আয়োজিত হবে কোপা আমেরিকা প্রতিযোগিতা। এবার তার গ্রুপ বিন্যাস চূড়ান্ত করে ফেলল কনমেবল। টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬টি দল। ১৬ দলকে চারটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে পরের রাউন্ডে। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে এবার পড়েছে পেরু, চিলি এবং ত্রিনিদাদ ও টোবাগো বা কানাডা। ২৪শে জুন, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই নামবে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলের গ্রুপও মতোই কঠিন। সেলেকাওদের গ্রুপে রয়েছে কলম্বিয়া এবং প্যারাগুয়ে। সেই সঙ্গে হন্ডুরাস বা কোস্টারিকার মতো আরেকটি দল উঠবে। অন্যদিকে উরুগুয়ের গ্রুপে রয়েছে আমেরিকা, পানামা ও বলিভিয়া।
এক নজরে দেখে নেওয়া যাক কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস :
গ্রুপ এ : আর্জেন্টিনা, পেরু, চিলি, ত্রিনিদাদ ও টোবাগো / কানাডা।
গ্রুপ বি : মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা।
গ্রুপ সি : আমেরিকা, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
গ্রুপ ডি : ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা / হন্ডুরাস।