এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কড়া ভাষায় বিঁধল তৃণমূল। প্রসঙ্গত, গত সোমবার লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেন, বাংলায় মিড ডে মিলে প্রায় চার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এরপরই তিনি বলেন, ‘‘পিএম পোষণ যোজনা, মিড ডে মিলে ওঁরা সরকারি কোষাগারের চার হাজার কোটি টাকা তছরূপ করেছেন। তাই কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সত্য সামনে আসবে। ওঁদের মন্ত্রীরা জেলে আছেন। ওঁদের ভয় লাগছে এ বার শীর্ষস্তরের নেতারা জেলে যাবেন।’’ ধর্মেন্দ্র প্রধানের এই বক্তব্য নিয়েই পাল্টা জবাব দেন তৃণমূল সাংসদরা।
বৃহস্পতিবার লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, সিবিআই তদন্ত হবে কি না, তা সংসদে ঘোষণার করার অধিকার কি আদৌ মন্ত্রীর আছে? “আপনার কি অধিকার আছে ঘোষণা করার? এটা তো প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন। তাছাড়া বাংলাকে স্রেফ বদনাম করার জন্যই কি এভাবে সিবিআই হুমকি দেবেন? এভাবে মোটেই সংসদে দাঁড়িয়ে সিবিআই তদন্তের কথা ঘোষণা করা যায় না”, ধর্মেন্দ্র প্রধানকে সরাসরি প্রশ্ন করেন তিনি।