রাজ্যের আয় বাড়াতে এবার বাংলার অনলাইন গেমিং, ঘোড়দৌড় ও ক্যাসিনোগুলিতে জিএসটি বসাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যত টাকার বাজি ধরা হবে, তার ওপর জিএসটি দিতে হবে ২৮ শতাংশ হারে! বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের শেষদিনে জিএসটি সংশোধনী বিল, ২০২৩ পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ‘এই বিল আইনে পরিণত হলে সরকারে আয় বাড়বে’।
জিএসটি কাউন্সিলের সদস্য চন্দ্রিমা বলেন, ‘দেশের যে ক’টি রাজ্য অনলাইন বা ওই ধরনের কাজে সর্বোচ্চ হারে জিএসটি বসানোর দাবি তুলেছে, তাদের অন্যতম বাংলা। অনলাইন গেমিং, ঘোড়দৌড় বা ক্যাসিনো, সবই ভাগ্যের খেলা। দক্ষতার প্রয়োজন হয় না। ফলে অংশগ্রহণের অধিকার ও জেতার অধিকারকে আলাদা করা যায় না’। মন্ত্রী জানান, ‘এই বিল নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। সেকারণেই বিলটি বিধানসভায় পেশ করতে দেরি হল’।