আর কয়েক মাস বাদেই লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটকে মাথায় রেখেই পাহাড়ের জন্য বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা আজ, শুক্রবার করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত তেমনটাই নবান্ন সূত্রে খবর।
চা শ্রমিকদের পাশাপাশি জিটিএ-র জন্য বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা আজ কার্শিয়াং থেকে করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দু’টো থেকে কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবে মুখ্যমন্ত্রী। সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কালিম্পং একাধিক বাসিন্দাদের হাতে আর্থিক ক্ষতিপূরণ এই মঞ্চ থেকে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি হয়ে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের জন্য রাজ্য সরকার প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিল। মনে করা হচ্ছে কার্শিয়াংয়ের এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ-র জন্য আরও কিছু বরাদ্দের কথা ঘোষণা করতে পারেন।
জিটিএ-র তরফে পাহাড়ে শিক্ষক নিয়োগের পাশাপাশি একাধিক দাবি রাখা হয়েছে রাজ্যের কাছে। দীর্ঘ বেশ কিছু বছর ধরে পাহাড়ে শিক্ষক নিয়োগ হয়নি। পাহাড়ে আলাদা করে শিক্ষক নিয়োগের জন্য কমিশন গড়ার দাবি বহুদিন ধরে জানিয়ে আসছে জিটিএ। সূত্রের খবর, এই দিনের মঞ্চ থেকে শিক্ষক নিয়োগ নিয়ে কিছু ঘোষণা রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত পাহাড়ের জন্য বিশেষ কোনও কমিশন গঠন বা বোর্ড গঠনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ঘোষণা এই মঞ্চ থেকেই করতে পারেন মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে। সবমিলিয়ে আজ নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ৷ মূলত ২০২৪-এ লোকসভা ভোটের আগে পাহাড়কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা রাখেন সেদিকেই।