সময়টা মোটেই ভাল যাচ্ছে না ভারত রাষ্ট্র সমিতির প্রধান তথা তেলঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর। নির্বাচনের হারের জ্বালা না জুড়োতেই পায়ে চোট পেলেন তিনি।
যার জেরে শুক্রবার ভোর ২টো নাগাদ হায়দ্রাবাদের এক হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। সূত্রের খবর, শুক্রবার ভোরে নিজের বাড়িতেই পড়ে গিয়েছিলেন তিনি। যার জেরে তাঁর কোমরের হাড় ভেঙে গিয়েছে। সেই হাড় জুড়তে অস্ত্রোপচার করতে হতে পারে।
নির্বাচনে হারের পর থেকে খুব একটা বাড়ির বাইরে বের হচ্ছিলেন না তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত তিন দিন ধরে তিনি নিজের বাড়িতেই দলের লোকজনের সঙ্গে দেখা করছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে বাড়িতেই পড়ে গিয়ে কোমরে চোট পান কেসিআর। এরপর, গভীর রাতেই তাঁকে হায়দরাবাদের যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত ভর্তি আছেন তিনি।